Wellcome to National Portal
বাংলাদেশ কপিরাইট অফিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষ অনুষ্ঠিত “ IP and Music: Feel the beat of IP ”-শীর্ষক সেমিনার আয়োজন


প্রকাশন তারিখ : 2025-04-26

প্রেস রিলিজ

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষ অনুষ্ঠিত “ IP and Music: Feel the beat of IP ”-শীর্ষক সেমিনার আয়োজন

 

বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে 26 এপ্রিল 2025 তারিখ সকাল 10.30 টায় বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন উপলক্ষ অনুষ্ঠিত “ IP and Music: Feel the beat of IP ”-শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে জনাব মোঃ মফিদুর রহমান, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রধান অতিথি এবং জনাব নাফরিজা শ্যামা অতিরিক্ত সচিব এবং জনাব মোঃ ফরহাদ সিদ্দিক, অতিরিক্ত সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চেয়ারম্যান, কপিরাইট বোর্ড, বিশেষ অথিথি হিসেবে অংশগ্রহণ করেন।   

সকাল ৯.৩০ টায় শোভাযাত্রায় অংশগ্রহণ এর পর ১০.০০ টায় রেজিস্ট্রেশন শেষে সকাল ১০. ৩০ মিনিটে শুরু হয় সেমিনার অনুষ্ঠান। সেমিনানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ মনজুরুর রহমন, সাবেক কপিরাইট রেজিস্ট্রার ও সদস্য, কপিরাইট বোর্ড। তিনি তার প্রবন্ধে “ IP and Music: Feel the beat of IP ” সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সৃজনকারীর সৃজনশীল কর্ম সুরক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার (যুগ্মসচিব) জনাব মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার (যুগ্মসচিব)। উক্ত সেমিনারে সংশ্লিষ্ট সেক্টরের স্টেকহোল্ডারগণ এবং বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কপিরাইট আইন, ২০২৩ যুগোপযোগিকরণ এবং কপিরাইট বিধিমালা প্রস্তুতের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে মেধাসম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি স্বরুপ মোট 04 (চার) জন গুনীজন ও 02 (দুই) টি প্রতিষ্ঠান কে 2023 ও 2024 সালের মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা স্বারক এবং সনদপত্র প্রদান করা হয়।